বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের বার্তার পরেই নটক শান্তিকুঞ্জের অধিকারী পরিবারের! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়ের আমন্ত্রণ জানালেন দিব্যেন্দু অধিকারী। ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। সেই সভায় গেলে তাঁকে চা খাওয়ার আমন্ত্রণ জানাবেন বলে মন্তব্য করেন তমলুকের সাংসদ দিব্যেন্দুর। তাঁর এই মন্তব্যকে নাটক বলে কটাক্ষ তৃণমূলের।
শুক্রবার, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৪ বিজেপি বিধায়ককে নিজের ঘরে চায়ের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। তার ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেককে শান্তিকুঞ্জে চায়ের নিমন্ত্রণ জানানোর বিষয়টিকে ‘নাটক’ বলেই মত তৃণমূলের। ৩ ডিসেম্বর শান্তিকুঞ্জের ২০০ মিটারের মধ্যেই তৃণমূলের বিশাল সমাবেশ রয়েছে। কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠে সভা করবেন অভিষেক। দিব্যেন্দুর দাবি, একেবারে বাড়ির কাছে আসছেন অভিষেক। সেই কারণেই চা খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানাবেন।
দিব্যেন্দুর এই মন্তব্যের পাল্টা চূড়ান্ত কটাক্ষ করেন তৃণমূল রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁদের মতে, এখনও উনি নিজেকে তৃণমূলের সাংসদ বলে জাহির করেন। সেই হিসেবে সব সুযোগ সুবিধা নেন। এখনও অন্য দলের প্রতীকে জিতে আসার ক্ষমতা হয়নি। কিন্তু গত প্রায় দেড় বছর ধরে তৃণমূলের কোনও সভা মিটিং কর্মসূচিতে ওঁকে পাওয়া যায়নি। তবে, বাংলার সংস্কৃতিতে রাজনৈতি সৌজন্য থাকাটাই কাম্য বলে মন্তব্য করেন তিনি। আরেক তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের থেকে অনেক কিছু শেখার আছে। তাঁর সৌজন্যের নজির যদি দিব্যেন্দুরা শেখেন সেটা ভালো লক্ষণ।
Be the first to comment