“দিদিকে বলো” এবার হোয়াটসঅ্যাপে; জিতবেন পুরস্কারও

Spread the love

জনসংযোগ মজবুত করতে তৃণমূলের নয়া উদ্যোগ ‘দিদিকে বলো’। যেখানে ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন আম জনতা। সেই ‘দিদিকে বলো’ উদ্যোগ নিয়ে নাগরিকদের মত কী? জনতার দরবারে কতটা গ্রহণযোগ্য হল ‘দিদিকে বলো’? তা পরখ করে নিতে এবার ভিডিও পাঠানোর ডাক। সেরা ৩টি ভিডিয়ো পাবে আকর্ষণীয় পুরস্কারও।

আরও নতুন ভাবে ‘দিদিকে বলো’ নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করল একটি হোয়াটসঅ্যাপ নম্বর ৷ ‘দিদিকে বলো’ প্রজেক্টের মধ্যেই সেই নম্বর দেওয়া হয়েছে৷ যেখানে আপনার অভাব অভিযোগ তুলে ধরতে পারবেন। নম্বরটি হল ৬৩০৯৯৫৭৬১০ ৷ এই নম্বরে জানানো যাবে ‘দিদিকে বলো’ নিয়ে অভিমত ৷ এর পাশাপাশি, এবার দিদিকে বলো কর্মসূচীতে রাখা হয়েছে পুরস্কার জেতার সুযোগ ৷

ফেসবুকে একটি পোস্ট করে বলা হয়েছে, ৩ দিনের মধ্যে ‘দিদিকে বলো’-তে ২ লাখেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। নিজেদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। এবার এই উদ্যোগ সম্বন্ধে কী মতামত, তা একটি ভিডিয়ো করে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে। ৬৩০৯৯৫৭৬১০- এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে ভিডিওটি।

আরও বলা হয়েছে, যে যে ভিডিও আসবে, তার মধ্যে সেরা ৩টি ভিডিওকে পুরস্কৃত করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*