সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া আটকাতে এবার প্রযুক্তির সাহায্য নিতে চলেছে দিঘা প্রশাসন। টাটা কনসালটেন্সির সহযোগিতায় তৈরি করা হয়েছে নতুন সুরক্ষা অ্যাপ। অ্যাপে থাকছে একটি বিপদ সংকেত লিঙ্ক। কেউ তলিয়ে যাচ্ছে কিংবা বিপদ পড়েছে বুঝতে পারলেই ওই লিঙ্কে ক্লিক করবে পাড়ে থাকা অন্যান্য সদস্যরা। সঙ্গে সঙ্গেই সেখানে পৌছে যাবেন পুলিশ, নুলিয়া বা উদ্ধারকর্মীরা। কয়েকদিনের মধ্যেই প্লেস্টোরে পাওয়া যাবে অ্যাপটি। যদিও সুরক্ষা অ্যাপের অনেক ব্যবস্থাপনা আগে থেকেই চালু রয়েছে। তবুও এবার প্রযুক্তির হাত ধরে উদ্ধারকার্যে আরও গতি আনতে চাইছে কর্তৃপক্ষ। তবে অ্যাপের সুবিধা পেতে গেলে মোবাইল লোকেশন অন রাখতে হবে। কেউ বিপদে পড়লেই, বিপদ সঙ্কেতের লিঙ্কে ক্লিক করলেই আশেপাশের সমস্ত নিরাপত্তা কর্মীরা মুহূর্তের মধ্যে সঠিক অবস্থান জানতে পারবেন। ফলে দ্রুত উদ্ধার কাজ শুরু করা সহজ হবে, জানালেন কাঁথির এসডিপিও পার্থ ঘোষ। এছাড়াও অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সময় পর পর আবহাওয়ার পূর্বাভাস, জোয়ার ভাঁটার সময় প্রভৃতিও জাননো হবে। সেইসঙ্গে বিভিন্ন জরুরি নম্বর সহ বিভিন্ন প্রয়োজনীয় টিপসও দেওয়া হবে ভ্রমণার্থীদের।
Be the first to comment