প্রবল ঝড়-বৃষ্টির জেরে ভেঙে পড়লো ওল্ড দিঘার বিশ্ববাংলার লোগো, গুরুতর আহত ১

Spread the love
পূর্বাভাস ছিলই ৷ রবিবার সকাল থেকে সেভাবেই প্রবল ঝড়-বৃষ্টি আছড়ে পড়ল দিঘার সমুদ্রতটে ৷ এদিন দুপুরের দিকে ওড়িশার বাসিন্দা শেখ মনসুর মোটরবাইকে চড়ে দিঘা থেকে বাড়ি ফিরছিলেন । দিঘার সায়েন্স সিটির কাছে একটি গাছ ওই যুবকের মাথার ওপরে ভেঙে পড়ে। যার জেরে আহত হয়েছেন তিনি । তাঁর বাইকটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘা হাসপাতালে চিকিৎসা চলছে তার । অন্যদিকে ওল্ড দিঘায় বিশ্ববাংলা পার্কের মধ্যে থাকা বিশ্ববাংলা লোগোটিও ভেঙে পড়েছে। গত কয়েক বছরে এই লোগোটি দিঘার আইকন হয়ে উঠেছিল। পর্যটকদের কাছে ছিল প্রধান আকর্ষণের বিষয়বস্তু ৷
এদিন ঝড়ো হাওয়ার দাপটে ওল্ড দিঘার সমুদ্রে কোনও পর্যটককে নামতে দেওয়া হয়নি। তবে নিউ দিঘার ঘাটগুলোতে সমূদ্রে স্নান করতে যাওয়া পর্যটকদের ওপর কড়া নজরদারি ছিল । প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এদিন সকাল থেকে ভাটা থাকায় পরিস্থিতি বিপজ্জনক হয়নি। তবে বিকেল সাড়ে ৩টের পর থেকে জোয়ার শুরু হয়েছে । তাই বিকেলের পর সমুদ্র যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠেছে বলেই জানানো হয়েছে, তাই বেড়েছে সতর্কতাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*