এবার দীঘাকে আরও এগিয়ে নিয়ে যেতে সেখানে উদ্বোধন হল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ‘দিঘাশ্রী’-র। উদ্বোধনী অনুষ্ঠানে দীঘা তথা বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দীঘায় এই বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত আট বছরে দীঘার উন্নয়নের জন্য বহু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর ফলে দীঘার সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে ঐ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের চিত্রটাই সম্পূর্ণ বদলে গেছে। সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পর্যটকের সংখ্যা, ফলে বাড়ছে কর্মসংস্থান। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলা একসময়ে খুব পিছিয়ে ছিল। বাংলার সঙ্গে আগে সবাই বৈমাতৃসুলভ ব্যবহার করত। গত আট বছরে সেই ধারনা সম্পূর্ণ বদলেছে। দিঘাশ্রী-তে লাগোয়া হোটেলে ৬৩টি রুমও আছে।
Be the first to comment