বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে ডিজিটাল লাইব্রেরি

Spread the love

‘নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি’ বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল লাইব্রেরি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শুরু হয়েছে লাইব্রেরির নকশা তৈরি করার কাজ। বিভিন্ন ক্যাটেগরির ইলেক্ট্রনিক বই, অডিও বই, ইন্টারনেট ভিত্তিক তথ্যসম্ভার প্রভৃতি সেখানে থাকবে। এগুলো পড়ার সুযোগ পাবে সবাই মাসিক চাঁদার বিনিময়ে। এখানে বাচ্চাদের গল্প থেকে শুরু করে শিক্ষার্থীদের ক্যারিয়ারের উপযোগী সবধরনের ইলেক্ট্রনিক বই, ম্যাগাজিন সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে । নিউটাউন কর্তৃপক্ষসূত্রে আরও জানা গেছে, শুধু বই পড়া নয়, বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনার জন্যও থাকছে বিশেষ ব্যবস্থাপনা। এছাড়াও দেশবিদেশের নানা তথ্য পর্যালোচনা কিংবা দেশের রাজনৈতিক হালচাল নিয়ে সুস্থ বিতর্ক প্রভৃতির জন্য থাকছে কফিশপ, স্কুল পড়ুয়াদের দলবদ্ধ হয়ে পড়াশোনা, বিভিন্ন প্রজেক্টের তৈরি করারও সুযোগ মিলবে এখানে। আপাতত কয়েকটি বিভাগে বিভক্ত করা হবে লাইব্রেরিটিকে। থাকবে সাধারণ বিভাগ, শিক্ষাবিভাগ, শিশু বিভাগ প্রভৃতি। সাধারণ বিভাগে ইলেক্ট্রনিক বইয়ের পাশাপাশি থাকবে সাধারণ বইপত্রও। পর্যাপ্ত বসার ব্যবস্থা সহ থাকবে পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার ও প্রিন্টার। প্রতি সপ্তাহেই বাচ্চাদের জন্য বিশেষ বিশেষ আয়োজন করা হবে। এছাড়াও শহরের বয়স্ক নাগরিকদের বই পৌছে দেওয়ার জন্য ‘মোবাইল ভ্যান পরিষেবা’ও চালু করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*