ফল ঘোষণার আগেই রাজ্য়বাসীকে শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ পাশাপাশি আজ সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামীকাল রাজ্য়ে ক্ষমতা দখল করবে বিজেপি ৷
ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয় এরাজ্য়ের ক্ষমতা নিজেদের হাতেই রাখছে তৃণমূল কংগ্রেস ৷ টুডেজ চাণক্য় নামে একটি সংস্থা জানিয়েছে, ১৮০ টি আসন পেয়ে রাজ্য়ে ক্ষমতা ধরে রাখার সম্ভাবনা তৃণমূলের ৷ যদিও কোনও সংস্থার এক্সিট পোলকে গুরুত্ব দিতে চায়নি বিজেপি ৷
গতকালও বিজেপি রাজ্য় সভাপতি জানিয়েছিলেন, এক্সিট পোল যাই দেখাক না কেন ২০০-এর কাছাকাছি আসন নিয়ে রাজ্য়ের ক্ষমতা দখল করবে বিজেপি ৷ আজকেও একই সুর দিলীপের গলায় ৷
আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপবাবু বলেন, ” সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম ৷ নতুন সরকার আসছে। আগামীকাল ফলাফলে যা টার্গেট রেখেছি সেখানে আমরা পৌঁছব।” পাশাপাশি গতকাল ভাটপাড়ায় গুলি চালানোর বিষয়ে তাঁর বক্তব্য়, সরকার পরিবর্তন হলেই রাজ্য়ে বোমা ও গুলির আওয়াজ কমবে ৷ আগামীকাল থেকে রাজ্য়ে কোনও হিংসা থাকবে না বলেও জানান ৷
এদিকে আংশিক লকডাউনের ঘোষণা করেছে রাজ্য় সরকার ৷ এপ্রসঙ্গে তাঁর বক্তব্য়, পুরো লকডাউন না করে যাতে করোনা আটকানো যায় সেই চেষ্টা করতে হবে ৷ সরকারের তরফে আংশিক লকডাউন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে ৷
বিজেপি ক্ষমতায় এলে তিনি মুখ্য়মন্ত্রী হবেন কি না সেবিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরো বিষয়টি জল্পনা বলে উড়িয়ে দেন তিনি ৷
Be the first to comment