১৯৪৬-এর গ্রেট ক্যালকাটা কিলিংয়ের স্মৃতি জীবন্ত হয়ে উঠেছেঃ দিলীপ ঘোষ

Spread the love

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি ৷ এবার প্রতিবাদে নামলেন পশ্চিমবঙ্গের মানুষও ৷ শনিবার জেলায় জেলায় টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে, ভাঙচুর করে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা ৷ রাজ্যজুড়ে অশান্তির ঘটনায় প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

তিনি বলেন, এখন পশ্চিমবঙ্গের দিকে দিকে ১৯৪৬-এর গ্রেট ক্যালকাটা কিলিংয়ের স্মৃতি জীবন্ত হয়ে উঠেছে ৷ একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতে শিল্প সম্মেলনের নামে মোচ্ছব করছেন ৷ আর সারা রাজ্যে আগুন জ্বলছে ৷ মানুষ ভয়ের মধ্যে রয়েছে ৷ আইন-শৃঙ্খলা, পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ সেনা নামানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷

রাজ্যে কেন এই পরিস্থিতি ? দিলীপবাবু বলেন, যে সমস্ত মানুষগুলো যারা দেশভাগের বলি হয়েছিলেন, হিন্দু-বাঙালি পরিবারগুলো ৫০-৬০-৭০ বছর আগে ওপার বাংলা থেকে চলে এসেছেন ৷ তাঁরা ওখানেও ভয়ে বেঁচে থাকতেন, এপারেও এসে ভয়ে বেঁচে আছেন ৷ তাঁদের নাগরিকত্ব পাওয়ার একটা স্বপ্ন ছিল ৷ মোদি সরকার তাঁদের এই স্বপ্নকে সফল করেছে ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে সফল করেছে ৷ তিনি স্বপ্ন দেখতেন এঁদের নাগরিকত্বের ৷

এই নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা সবচেয়ে বেশি অসমে হচ্ছে বলে জানান তিনি ৷ সঙ্গে বলেন, অসমের বাঙালি বিদ্বেষী এর বিরোধিতা করছে ৷ পশ্চিমবঙ্গের বাঙালিপ্রেমীরা বিরোধিতা করছে ৷ যে অনুপ্রবেশকারীরা ৬০-৭০ লাখ সংখ্যায় এখানে ঢুকে বসে আছে ভোটার হয়ে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়ে আসছে পরপর নির্বাচনে ৷ যারা রিগিং করে তৃণমূলকে জেতায়, তাদেরই রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*