উনি কি অনুপ্রবেশকারীদের দালাল? মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ

Spread the love

সোমবার কলকাতায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়ে দিয়েছেন তিনি থাকতে এরাজ্যে CAA ও NRC হতে দেবেন না ৷ CAA কার্যকর করতে গেলে তাঁর লাশের উপর দিয়ে গিয়ে তা করতে হবে ৷ তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পালটা দিলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, উনি কি অনুপ্রবেশকারীদের দালাল?

CAA নিয়ে রাজ্যজুড়ে যে অশান্তি হচ্ছে তার রিপোর্ট দিতে রবিবার রাজ্যপালের কাছে গিয়েছিলেন বিজেপি নেতারা ৷ সেই প্রতিনিধি দলে ছিলেন দিলীপ ঘোষও ৷ এনিয়ে সোমবার তাঁকে তাঁর সল্টলেকের বাসভবনে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ দিলীপ ঘোষ জানান, রাজ্যের সাধারণ মানুষ ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে ৷ সেবিষয়ে তাঁরা রাজ্যপালের কাছে গিয়েছিলেন ৷ রাজ্যে শান্তি-শৃঙ্খলা ফেরানোর আবেদন করেছেন তাঁরা ৷ অশান্তির সামগ্রিক রিপোর্টও রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

এরপরই দিলীপ ঘোষের কাছে আজকের তৃণমূলের মিছিল নিয়ে প্রশ্ন করা হয় ৷ সাংবাদিকরা প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন NRC ও CAA তিনি এরাজ্যে হতে দেবেন না ৷ যারা বিজেপির দালাল তাদের ছেড়ে কথা বলবেন না ৷ এনিয়ে কী বলবেন? উত্তরে দিলীপ ঘোষ বলেন, উনি কি অনুপ্রবেশকারীদের দালাল? উগ্রপন্থীদের দালাল? দেশের স্বার্থের কথা CPI(M), কংগ্রেস, বিজেপি সবাই বলবে ৷ রাজ্যপাল রাজ্যের আইন-শৃঙ্খলার স্বার্থে কোনও কথা বলে থাকলে ঠিক করেছেন ৷ আমরা তাঁকে সমর্থন করব ৷ মমতা বন্দ্যোপাধ্যায় দেশের পক্ষে নন, বিপক্ষে ৷ বরাবরই পাকিস্তানের সুরে কথা বলেন ৷ সেজন্য আমাদের কষ্ট হচ্ছে ৷

আগামী ২৩ ডিসেম্বর CAA-র সমর্থনে মিছিলের ডাক দিয়েছে বিজেপি ৷ সেই মিছিল নিয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে বিজেপির মিছিল করতে গেলে পুলিশের অনুমতি নেওয়ার দরকার নেই। আমার কর্মীদের বলে দিয়েছি, যেখানে খুশি, যখন তখন আন্দোলন করুন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*