‘পার্ক সার্কাসের বিক্ষোভকারীরা গরিব-অশিক্ষিত’, ফের বেফাঁস মন্তব্য করলেন দিলীপ ঘোষ

Spread the love

ফের দিলীপ ঘোষের নিশানায় পার্ক সার্কাসের আন্দোলনকারীরা ৷ দিল্লির শাহিনবাগ ও কলকাতার পার্ক সার্কাসের সিএএ বিরোধী আন্দোলনকারীদের ‘অশিক্ষিত’, ‘গরিব’ বলে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। একইসঙ্গে বাইরে থেকে আসা টাকায় আন্দোলনের নামে বিরিয়ানি খাওয়া চলছে বলেও তোপ দেগেছেন দিলীপ ঘোষ ৷

শনিবার বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকারীদের। দিল্লির শাহিনবাগের পাশাপাশি কলকাতার পার্ক সার্কাসে মহিলাদের আন্দোলনকেও কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, দিল্লিতে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড দেখাচ্ছেন শাহিনবাগের আন্দোলনকারীরা। তাঁরাই বলছেন কাগজ দেখাবেন না৷ অথচ ভোট দেওয়ার জন্য কাগজ দেখাচ্ছেন। অশিক্ষিত, অসচেতন, গরিবরাই পার্ক সার্কাস ও শাহিনবাগে আন্দোলন করছেন। বাইরে থেকে আসা টাকায় বিরিয়ানি খাওয়ানো চলছে ৷

সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে দিল্লির শাহিনবাগে আন্দোলন চালাচ্ছেন মহিলারা ৷ দিল্লির ভোট প্রচারে বেরিয়ে শাহিনবাগের আন্দোলনকারীদের ক্রমাগত নিশানা করেছেন বিজেপি নেতারা ৷ কেউ তাঁদের সন্ত্রাসবাদীর তকমা দিয়েছেন, কেউবা গুলি করে মারার নিদান দিয়েছেন ৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শাহিনবাগ আন্দোলনের পিছনে রাজনৈতিক চক্রান্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন ৷

দিল্লির শাহিনবাগের পাশাপাশি সিএএ বাতিলের দাবিতে কলকাতার পার্ক সার্কাস ময়দানেও জানুয়ারি মাসের শুরু থেকে আন্দোলনে বসেছেন মহিলারা ৷ এর আগেও আন্দোলনকারীদের তোপ দেগে নানা মন্তব্য করেছেন বিজেপির রাজ্য নেতারা। এবার সেই ধারা বজায় রেখেই সুর আরও চড়ালেন দিলীপ ঘোষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*