সদ্য নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ‘‌অর্ধেক বাঙালি’‌ বললেন দিলীপ ঘোষ

Spread the love

অর্থনীতিতে সদ্য নোবেল পেয়েছেন তিনজন। তাঁদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী ৷ বিজেপির সোশ্যাল সাইটে বাংলার ছেলে বলে অভিনন্দন জানানো হয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ৷ অন্যদিকে সদ্য নোবেলজয়ীকে ‘‌অর্ধেক বাঙালি’‌ বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ যা নিয়ে সোশ্যাল সাইটেই ঝড় উঠেছে ৷

সোমবার বিজেপির কলকাতা সদর দফতরে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আর সেখানে সদ্য নোবেলজয়ীদের নিয়ে বলতে গিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেন ৷ অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে গিয়ে তিনি বলেন, শুনতে পাচ্ছি তাঁর যে বিদেশিনী স্ত্রী আছেন, নোবেলজয়ীর তালিকায় তাঁরও নাম আছে ৷ এক পরিবারের দু’জন নোবেল পাওয়া – তিঁনি অর্ধেক বাঙালিতো বটেই। এর জন্য আমরা গর্বিত ৷

এরপরই দিলীপ ঘোষের ওই মন্তব্য নিয়ে সোশ্যাল সাইটে ঝড় উঠেছে ৷ সেখানে একজন বলেছেন, উনি কি সত্যি এই গ্রহের প্রাণী? মনে হয় কেউ উপর থেকে ছুড়েছে। না হলে এই সব কথা কেউ বলে? যদিও ‘তিনি অর্ধেক বাঙালিতো বটেই’ বলতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় না তাঁর স্ত্রী এস্থার ডাফলোকে বলেছেন তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

তবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যে কলকাতার ছেলে তা বলার অপেক্ষা রাখে না। তাঁর পড়াশোনাও কলকাতারই স্কুল ও কলেজে ৷ প্রথমে সাউথ পয়েন্ট ও পরে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন তিনি ৷ ৫৮ বছর বয়সী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পিএইচডি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে আমেরিকায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অর্থনীতির অধ্যাপক।

অভিজিতের বাবা দীপক বন্দ্যোপাধ্যায় এবং মা নির্মলা উভয়েই অর্থনীতির অধ্যাপক। নির্মলা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স-এর অধ্যাপিকা। অন্যদিকে, দীপক বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*