দিলীপ ঘোষকে সামনে রেখেই একুশের লড়াই লড়তে চলেছে বিজেপি। মুকুল রায় কার্যত সেকেন্ড ইন কম্যান্ডের দায়িত্বে। বিধানসভা ভোটের লক্ষ্যে রাজ্যে দলীয় সংগঠন ঢেলে সাজাতে উদ্যোগী বিজেপি। তবে, বেশ কিছু সাংগঠনিক পদে রদবদলের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় রবিবার বৈঠকে বসছে রাজ্য বিজেপির নেতৃত্ব। তবে, কৌশলগত অবস্থান নিয়ে কোনও ধোঁয়াশা নেই বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ভাঙা হচ্ছে না উনিশের জুটি অর্থাৎ দিলীপ ঘোষের নেতৃত্বেই হবে একুশের ভোট ৷ দিলীপকে সাহায্য করবেন মুকুল রায় ৷ ভোট পরিচালনায় বড় দায়িত্ব থাকবে মুকুলের হাতে ৷ অন্যদিকে সেলিব্রিটি ও অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের কাজে লাগাতেও চিন্তাভাবনা হচ্ছে। তবে ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি যেভাবে বদলেছে, তাতে বেশ কিছু সাংগঠনিক রদবদলও প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। সাধারণ সম্পাদকের পদ ছাড়তে হতে পারে দেবশ্রী চৌধুরীকে ৷ দেবশ্রী সাংসদ মনোনীত হওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷ তবে, দেবশ্রীর বদলে এই পদে কে আসতে পারে সেই নিয়ে জটিলতা এড়াতে সম্ভবত নতুন কাউকে আনা নাও হতে পারে ৷
মহিলা মোর্চার প্রধান লকেট চট্টোপাধ্যায় ও সাংগঠনিক দায়িত্বে থাকা সুভাষ সরকার দুজনেই সাংসদ হওয়ায় দলের নীতি মেনে পদ ছাড়তে হতে পারে তাদের। সেক্ষেত্রে ভারতী ঘোষকে মহিলা মোর্চার দায়িত্বে আনার সম্ভাবনা রয়েছে ৷ যুব মোর্চার দায়িত্ব দেওয়া হতে পারে শুভ্রাংশ রায়কে ৷ আবার বিজেপির বিধায়কদের সংখ্যা বাড়ায় পরিষদীয় দলের প্রধান করাও হতে পারে শুভ্রাংশুকে। তবে, সবটাই কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন সাপেক্ষ।
Be the first to comment