আজ পবিত্র রাখি উৎসব ৷ আজ সকাল থেকেই সাজো সাজো রব সর্বত্র ৷ সেই খুশির আমেজ ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়েও ৷ তবে, তৃণমূলের রাখিবন্ধন উৎসবকেও কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷
গ্রামের মহিলাদের টেলারিং ও বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দিচ্ছে প্রশাসন। এমনকী মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতায়াতের খরচও। সরকারি ঋণ নিয়ে গ্রামের মহিলাদের নিজস্ব দোকান খোলারও ব্যবস্থা করা হচ্ছে। আসানসোলের রানিগঞ্জ ব্লকের তিরাট, চেলদ, জেমারি গ্রামের মহিলারা স্বনির্ভরতার রাস্তায় হাঁটছেন। কেউ কেউ জানতেন সেলাইয়ের কাজ। কীভাবে মনের মত পোশাক বানাতে হয়, ওঁদের অনেকেরই জানা। ছোটখাট এ-ফোঁড়, ও-ফোঁড় তো হাতের মুঠোতেই। অনেক মহিলা আবার ঘরোয়া রূপচর্চায় পারদর্শী। চুল কাটা বা বিভিন্ন বিউটি ট্রিটমেন্টে জানতেন। শুধু সামর্থ্যের অভাব ছিল। কোনও রাস্তায় সাফল্য আসবে তাও জানা ছিল না। সেই রাস্তাই খুঁজে দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের উদ্যোগে গ্রামের মহিলাদের টেলারিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও বিউটিশিয়ান কোর্সেরও প্রশিক্ষণ দিয়েছে রানিগঞ্জ ব্লক প্রশাসন।
Be the first to comment