দিলীপ ঘোষের পর এবার বঙ্গ বিজেপির রাশ কার হাতে থাকবে? এ নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। রাজ্য বিজেপি সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে। দলীয় নিয়ম মেনেই রাজ্য সভাপতির পদ থেকে সরতে হবে দিলীপকে। দিলীপের বদলে এবার বাংলায় বিজেপির প্রধান কে হবেন? এ নিয়ে জোর চর্চা পদ্মশিবিরের অন্দরে।
সূত্রের খবর, রাজ্য বিজেপির নতুন সভাপতি কে হবেন, এ নিয়ে দিলীপ ঘোষের কাছে নাম প্রস্তাব করতে বলেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা। জানা যাচ্ছে, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছেন দিলীপ। সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। তবে, সুকান্ত তেমন কোনও পরিচিত মুখ নন। সুকান্ত রাজ্য সভাপতি হলে কারও আপত্তি থাকবে না, এ কথা নাড্ডাকে দিলীপ বলেছেন বলে খবর।
অন্যদিকে, সূত্র মারফৎ আরও জানা যাচ্ছে, রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীদের হাতে দেওয়ার পরিকল্পনা করছে দিল্লির নেতৃত্ব। দেবশ্রী চৌধুরী ও লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়ে চর্চা চলছে। সম্প্রতি, মোদী মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন দেবশ্রী। সেক্ষেত্রে দলীয় স্তরে পদ পেতে পারেন রায়গঞ্জের সাংসদ।
Be the first to comment