ভবানীপুর উপনির্বাচনের প্রার্থীপদ নিয়ে দলের সিদ্ধান্ত জানালেন দিলীপ ঘোষ

Spread the love

চলতি মাসের অন্তিম দিনে অনুষ্ঠিত হবে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। যেখানে প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি প্রার্থীপদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। যা নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

মঙ্গলবার বিকেলের দিকে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে মুখ খুলেছেন দিলীপবাবু। উপনির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথাও জানিয়ে দিয়েছন। কিন্তু কে হবেন প্রার্থী? এই বিষয়ে মেদিনীপুরের সাংসদ বলেছেন, “উপনির্বাচনে প্রার্থী হওয়ার মতো কয়েকজনের নাম দিল্লিতে পাঠানো হয়েছে। শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

একুশের বিধানসভ নির্বাচনে বিপুল সাফল্যের মাঝেও কাঁটা হয়ে রয়েছে নন্দীগ্রাম। কারণ ওই কেন্দ্র থেকে লড়াই করে পরাস্ত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কারণে আগামী নভেম্বর মাসের মধ্যে বিধায়ক হতে হবে মমতাকে। এই কারণেই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাভন হচ্ছে। ওই কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছেন আগেই।

ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বচনে লড়াই করবে না কংগ্রেস। এমনই অভিমত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী্র।তবে বিজেপির প্রার্থীপদ নিয়ে শুরু থেকেই কৌতুহল ছিল। প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতো নেতাদের নাম শোনা গিয়েছিল। তবে কার নাম চূড়ান্ত হবে তা জানা যাবে আর কয়েকদিন পরে। চলতি সপ্তাহের বুধবার ওই উপনির্বাচনের জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, ৩০সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে ভবানীপুর কেন্দ্রে। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। কংগ্রেস এবং আরএসপি প্রার্থীদের মৃত্যু হয়ায় ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি। রাজ্যের মোট তিন বিধানসভা কেন্দ্রে একই দিনে ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে আগামী অক্টোবর মাসের তিন তারিখে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*