অর্পিতা ঘোষের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইম ম্যাগাজিনে জায়গা পাওয়া। প্রতিটি বিষয়ে চাঁচাছোলা সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ‘তাঁর জায়গায় নতুন লোককে পাঠানো হচ্ছে। অর্পিতা ঘোষকে তার পার্টি সব কিছু দিয়ে দিয়েছেন। সাংসদ হয়েছেন, জেলা সভাপতি হয়েছেন, রাজ্যসভায় ছিলেন। এবার ভিন রাজ্যের লোককে সুযোগ দিতে গিয়েই তাঁকে পদত্যাগ করতে হল।’ কিন্তু তিনি ভিন রাজ্যের লোক বলতে কাকে বোঝাতে চাইলেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। কারণ সুস্মিতা দেব তো মানস ভুঁইয়ার ছাড়া আসনে প্রার্থী হয়েছেন। তাহলে পরেরটা কে?
দিলীপ ঘোষের এই মন্তব্য কার্যত ঝড় তুলেছে রাজ্য–রাজনীতিতে। কারণ ভিন রাজ্য থেকে কাকে রাজ্যসভায় পাঠাতে চাইছে তৃণমূল কংগ্রেস? সেটা কী দিলীপ ঘোষ জানেন? ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন অর্পিতা ঘোষ। সেখানে তিনি সংগঠনে কাজ করতে চান বলে জানিয়েছেন। তাহলে দিলীপ ঘোষ এমন মন্তব্য কেন করলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন?
এদিকে টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকায় জায়গা করে নিলেও মানুষ জানে তিনি কি করেছেন। উনি ১০ বছর ধরে প্রশাসন চালাচ্ছেন। কিন্তু বাংলার মানুষ জানেন সেটা কেমন চালাচ্ছেন। তার সময়ে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে আন্দোলন করার জন্য। শিক্ষিকাদের বিষ খেতে হচ্ছে। স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারী, পুলিশকর্মী সকলেই বিদ্রোহ করছেন।’
Be the first to comment