আমতার ছাত্রনেতা আনিস খুনে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, সিট কোনও বিষয় ‘ধামাচাপা’ দেওয়ার জন্য গঠন করা হয়। তাই দিলীপের পরামর্শ, নিজেদের ‘নির্দোষ’ প্রমাণ করতে সরকারের উচিত সিবিআই-কে দিয়ে তদন্ত করানো।
বৃহস্পতিবার খড়্গপুরে নির্বাচনী প্রচারে বেরিয়ে দিলীপ আনিসকাণ্ডে সিবিআই তদন্তের দাবি করেন। তাঁর কথায়, ‘‘সিট তো ধামাচাপা দেওয়ার জন্য যায়। কোনও সমাধান করেছে কি? সব গুলিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। স্বাভাবিক ভাবেই কারও বিশ্বাস নেই এখানকার পুলিশের উপর, সিটের উপর। সবাই সিবিআই তদন্তের কথা বলছেন।’’
তিনি আরোও বলেন, তাদের কোনও ‘পাপ’ নেই, এটা প্রমাণ করতে সরকারের উচিত সিবিআই তদন্ত চাওয়া। তাঁর মন্তব্য, ‘‘সরকারের কোনও হাত নেই এই চক্রান্তের মধ্যে, তা হলে তাদেরও সিবিআই তদন্ত চাওয়া উচিত। তা যদি না করে ধরে নিতে হবে তৃণমূল এবং সরকার করেছে এটা।’’
Be the first to comment