রবিবার ICCR প্রেক্ষাগৃহে দলের সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, দলীয় কর্মীদের মৃত্যু আমার কাছে পীড়াদায়ক। নিজেকেই অপরাধী বলে মনে হয়। আজ ICCR প্রেক্ষাগৃহে বিজেপির সাংগঠনিক বৈঠক হয়। বক্তব্য রাখতে গিয়েই গলা কেঁপে যায় দলের রাজ্য সভাপতির। এরপরই কাঁপা গলাতেই দিলীপ ঘোষ বলেন, দলের রাজ্য সভাপতি হিসেবে এই সময়টা কষ্টের। প্রায় দিনই কোনও না কোনও কর্মীর মৃতদেহের উপর আমাকে মালা দিতে হয়। ডজন ডজন কর্মীর বিনিময়ে আমরা সাফল্য পেয়েছি।
পরক্ষণেই তিনি বলেন, কর্মীদের লড়াইয়ের কারণেই মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা সাফল্য পেয়েছি। পাশাপাশি দিলীপ ঘোষ জানান, এখনও পর্যন্ত দলের ৭২ জন কর্মী নিহত হয়েছেন। বহু কর্মী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বহু কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তারা সংশোধনাগারে বন্দি।
Be the first to comment