মাসানুর রহমান,
আর মাত্র কয়েক ঘন্টা তারপরই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ ধর্মতলায়। প্রতি বারের মতো এবারেও সেই নিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি। এরমধ্যেই আজ এক জনসভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কাল সমাবেশে যাবার সময় রাস্তায় আটকান তৃণমূল নেতাদের। কাটমানির নেওয়া টাকা সুদ সমেত ফেরত নিয়ে তবেই ছাড়ুন।” দিলীপ ঘোষের এই বিবৃতির তীব্র কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তিনি পাল্টা বলেন, প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনও এই সব কাটমানি নেননি৷ তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে যারা এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু দিলীপ ঘোষের এই উস্কানিমূলক বক্তব্য ভিত্তিহীন৷
দিলীপ ঘোষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি কোথাও কাল অশান্তি হয় সে দায় তাকেই নিতে হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন আইনি পদক্ষেপ নেওয়া হবে এইরূপ বক্তব্যের জন্য। এদিকে আজ সন্ধ্যায় দিলীপ ঘোষের বিরুদ্ধ হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য। উস্কানিমূলক মন্তব্য করার জন্যই এই পদক্ষেপ এমনটাই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
Be the first to comment