হামলার আশঙ্কা, বাসভবন বদল করলেন দিলীপ ঘোষ

Spread the love

বিদেশি এজেন্সির মাধ্যমে দিলীপ ঘোষের উপর হামলার ছক। প্রাণনাশের হামলাও হতে পারে বলে খবর। এর জেরে বুধবার রাতেই নতুন বাসভবনে নিয়ে যাওয়া হলো দিলীপ বাবুকে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এই হামলার খবর জানা গেছে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে জানা যায়, এক বিদেশি এজেন্সির মাধ্যেমে দিলীপ ঘোষের উপর হামলার ছক কষা হয়েছে ৷ পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তড়িঘড়ি বাসভবন বদল করা হয় দিলীপ ঘোষের ৷ গতরাতেই নতুন বাসভবনে আসেন তিনি ৷

সল্টলেকের CL-209-এর নতুন ঠিকানায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ ২৪ জনের জায়গায় ৩২ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ দিলীপ ঘোষ প্রথমে বেলেঘাটায় থাকতেন । সেখান থেকে তাঁকে নিউটাউনে নিয়ে যাওয়া হয়। এরপর আবার বাসভবন বদল করে সল্টলেকের BL-36-র বাসভবনে থাকতেন । এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ফের বদল হল বাড়ি ।

এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জেলা সফরের ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করতে বলেছে । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও রিপোর্ট দিয়েছে । তাই বাসভবন বদল করতে হল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*