পুলিশকে মারার হুমকি দেওয়ার অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বিজেপি কর্মীদের পুলিশের বিরুদ্ধে প্ররোচিত করা, খুন ও সম্মানহানিকর বক্তব্য রাখার অভিযোগে মঙ্গলবার কোলাঘাট থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩,১৮৯, ৫০৪, ৫০৫, ৫০৬ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে ৷ মেচেদায় দলীয় সভা থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার । তিনি বলেন, খুনের হুমকি, অপরাধমূলক হুমকি, অপরাধমূলক ষড়যন্ত্র, সম্মানহানিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার মেচেদায় বিজেপির সভায় ৷ দলীয় সভা থেকেই পুলিশ ও তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন দিলীপ ৷ বলেন, আমাকে মেরেছে, খুনের চেষ্টা করেছে, খুনের কেস দিয়েছে ৷ আমি দিলীপ ঘোষ বলে রাখলাম তোমাদের বুকে পা দিয়ে হাঁটছি, গলায় পা দিয়ে হাঁটব ৷ আমার একটা চুলও তুলতে পারবে না ৷ কোনও বাপের ব্যাটা তোমাদের বাঁচাতে পারবে না ৷ চৌরাস্তায় উলঙ্গ করে মারব ৷ আমি যেদিন মারব, তোমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না ৷ বাড়ির লোক তোমার মুখে আগুন দিতে পারবে না ৷ ২৮ হাজার কেস কেন, ৫৮ হাজার কেস দিলেও লড়বো ৷ কোটি কোটি টাকা খরচ করবো ৷
দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপ ঘোষ আরও বলেন, পুলিশ হোক, টিএমসি হোক মারবেন। ফেলে দেবেন। দায়িত্ব আমার। মিডিয়ার সামনে বলছি। যদি না মারেন আপনি বিজেপির কর্মী নন ৷ অনেক কেস লড়েছি ৷ বহু মৃতদেহে মালা দিয়েছি ৷ তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, একজন প্রথম সারির নেতা ও সাংসদ কীভাবে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে পুলিশকে খুন ও শাসকদলকে এভাবে হুমকি দিতে পারে ৷ যদিও এই বিষয়টিকে গুরুত্ব দেননি দিলীপ ৷ বলেন, যা বলেছি বেশ করেছি ৷ আগে ২২টা মামলা ছিল আর একটি যোগ হলো।
Be the first to comment