পুলিশকে খুনের হুমকির অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা

Spread the love

পুলিশকে মারার হুমকি দেওয়ার অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বিজেপি কর্মীদের পুলিশের বিরুদ্ধে প্ররোচিত করা, খুন ও সম্মানহানিকর বক্তব্য রাখার অভিযোগে মঙ্গলবার কোলাঘাট থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩,১৮৯, ৫০৪, ৫০৫, ৫০৬ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে ৷ মেচেদায় দলীয় সভা থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার । তিনি বলেন, খুনের হুমকি, অপরাধমূলক হুমকি, অপরাধমূলক ষড়যন্ত্র, সম্মানহানিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার মেচেদায় বিজেপির সভায় ৷ দলীয় সভা থেকেই পুলিশ ও তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন দিলীপ ৷ বলেন, আমাকে মেরেছে, খুনের চেষ্টা করেছে, খুনের কেস দিয়েছে ৷ আমি দিলীপ ঘোষ বলে রাখলাম তোমাদের বুকে পা দিয়ে হাঁটছি, গলায় পা দিয়ে হাঁটব ৷ আমার একটা চুলও তুলতে পারবে না ৷ কোনও বাপের ব্যাটা তোমাদের বাঁচাতে পারবে না ৷ চৌরাস্তায় উলঙ্গ করে মারব ৷ আমি যেদিন মারব, তোমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না ৷ বাড়ির লোক তোমার মুখে আগুন দিতে পারবে না ৷ ২৮ হাজার কেস কেন, ৫৮ হাজার কেস দিলেও লড়বো ৷ কোটি কোটি টাকা খরচ করবো ৷

দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপ ঘোষ আরও বলেন, পুলিশ হোক, টিএমসি হোক মারবেন। ফেলে দেবেন। দায়িত্ব আমার। মিডিয়ার সামনে বলছি। যদি না মারেন আপনি বিজেপির কর্মী নন ৷ অনেক কেস লড়েছি ৷ বহু মৃতদেহে মালা দিয়েছি ৷ তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, একজন প্রথম সারির নেতা ও সাংসদ কীভাবে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে পুলিশকে খুন ও শাসকদলকে এভাবে হুমকি দিতে পারে ৷ যদিও এই বিষয়টিকে গুরুত্ব দেননি দিলীপ ৷ বলেন, যা বলেছি বেশ করেছি ৷ আগে ২২টা মামলা ছিল আর একটি যোগ হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*