দেবশ্রী রায়কে দলে নেওয়ার জন্য রবিবার শক্তিগড়ের সভা থেকে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বদের কাছে আবেদন জানান বিজেপি নেতা জয় ব্যানার্জি। পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণও করেন তিনি। বলেন, বাংলা প্রেমের জায়গা, কিন্তু পরকীয়ার নয়। নিজের স্বামী থাকতে সিঁদুর পরে অন্যের স্বামীকে নিয়ে সব জায়গায় ঘুরবেন বাংলার মানুষ তা মেনে নেবে না। তাই দেবশ্রী রায়কে আমরা স্বাগত জানাচ্ছি বিজেপিতে। সোমবার জয় ব্যানার্জির এই মন্তব্যেরই বিরোধিতা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দিলেন এই বক্তব্য জয়ের ব্যক্তিগত মতামত। দল এর সঙ্গে একমত নয়। তবে, এই মন্তব্যের জন্য যে তাঁকে শোকজ করা হচ্ছে না তাও জানান দিলীপ।
রবিবার (৮ সেপ্টেম্বর ) শক্তিগড়ের একটি দলীয় সভাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয় ব্যানার্জি। মঞ্চে বক্তব্য রাখতে উঠে বিজেপিতে দেবশ্রী রায়ের যোগদানের প্রসঙ্গ টেনে আনেন। প্রশংসা করেন দেবশ্রী রায়ের। কিন্তু আক্রমণ করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। বলেন, বৈশাখী একজন আনকোরা মহিলা। রাজনৈতিক সচেতনতা নেই। এখানেই থেমে থাকেননি জয়। ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেন বৈশাখীকে। বলেন, বাংলা প্রেমের জায়গা, কিন্তু পরকীয়ার নয়। নিজের স্বামী থাকতে সিঁদুর পরে অন্যের স্বামীকে নিয়ে সব জায়গায় ঘুরবেন বাংলার মানুষ তা মেনে নেবে না। তাই দেবশ্রী রায় দলে এলে যদি বৈশাখী চলে যায় তাহলে যাক।
আর জয়ের এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। এবিষয়ে আজ দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয়। তিনি জয়ের এই মন্তব্যের সমালোচনা করে বলেন, আমাকে শোভনদা ফোন করেছিলো। বিষয়টা জানিয়েছে। জয়ের এই মন্তব্য করা উচিত হয়নি। কারণ এটা রাজনীতির বিষয় নয়। এটা কারও ব্যক্তিগত মতামত হতে পারে। কিন্তু দল এর সঙ্গে একমত নয়। কারও ব্যক্তিগত বিষয় রাজনীতির বাইরে রাখাই ভালো।
জয়ের মন্তব্যের নিন্দা করলেও জয়কে যে শোকজ করা হবে না তাও স্পষ্ট জানিয়েছেন দিলীপ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, না না শোকজের মতো কিছু হয়নি।
Be the first to comment