সিবিআই-এর কাছে এটা মর্যাদার লড়াই; রাজীব কুমার প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

Spread the love

হাইকোর্ট রক্ষাকবচ তুলতেই তৎপর হয়েছে সিবিআই। রাজীব কুমারের পার্কস্ট্রিটের বাড়িতে যায় একটি দল। যদিও তিনি বাড়ি ছিলেন না। তাই তাঁর বাড়িতেই নোটিশ দিয়ে আসা হয়। শনিবার তাঁকে তলবও করা হয়েছে। আর এপ্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, গ্রেফতার হওয়া অসম্ভব নয়। শুক্রবার রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেন দিলীপবাবু। তিনি বলেন, সিবিআই-এর গ্রেফতার করার অধিকার আছে। সিবিআই-এর কাছে এটা মর্যাদার লড়াই। রাজীব কুমারকে বাঁচানোর জন্য তাঁর বাড়ি চলে গেছিলেন মুখ্যমন্ত্রী? এখন তাঁর কী হবে? রাজীব কুমার মমতার প্রাণভোমরা।

আজই রাজীব কুমারের জামিন সংক্রান্ত আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে তাঁকে সিবিআই-এর সঙ্গে সবরকম সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়। তবে উপযুক্ত কারণ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে গ্রেফতার করতে পারবে না বলেও জানিয়ে দেয় হাইকোর্ট ৷ সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যে সমন পাঠিয়েছিল তাতে সুরক্ষা চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন রাজীব কুমার। সেই আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট ৷

এদিকে কলকাতার প্রাক্তন নগরপালের উপর থেকে রক্ষাকবচ উঠতেই তৎপর হয় সিবিআই। বিকেলের দিকে রাজীব কুমারের পার্কস্ট্রিটের বাড়িতে যায় সিবিআই-এর একটি দল। তবে বাড়িতে ছিলেন না রাজীব কুমার। আগামীকাল তাঁকে CGO কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*