কয়েকদিন ধরেই তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক চলছে। সমালোচনা করেছেন অনেকেই। বাবুল সুপ্রিয়র মতো বিজেপি সাংসদও প্রকাশ্যেই তাঁর বক্তব্যের বিরোধিতা করেছেন। বলেছেন, দিলীপদার বক্তব্য দল সমর্থন করে না। তার উপর কয়েকদিন আগে রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও জয়ের মুখ দেখেনি দল। এমনকী দিলীপবাবুর গড় বলে পরিচিত খড়গপুরও হাতছাড়া হয়েছে। তবুও তাঁর উপরই আস্থা রাখলো দলের শীর্ষ নেতৃত্ব। ফের রাজ্য বিজেপির সভাপতি হিসেবে ঘোষণা করা হল তাঁর নাম।
বৃহস্পতিবার ফের একবার সভাপতি হিসেবে তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়ার পর দিলীপ ঘোষ বলেন, বিজেপির উপর আক্রমণ করা হচ্ছে ৷ খুনকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে ৷ বাকি কাজ শেষ করব ৷ রাজ্যের মানুষ পাশে আছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ ৷ বলেন, মোদীজি বলেন, আমরা সাধারণ মানুষ ৷ কিন্তু, যে কাজটা করি, সেটা অসাধারণ ৷
কয়েকদিন ধরে দিলীপ ঘোষের একাধিক মন্তব্য ঘিরে চলছে সমালোচনা হয়েছে ৷ এই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, এরপর কেউ যেন দিলীপ ঘোষের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা শোনার আশা না করেন ৷ কটাক্ষ করে বলেন, যাঁর সহ্যশক্তি কম, তিনি সহ্যশক্তি বাড়ান ৷ আরও কঠিন কথা শুনতে হবে ৷ সেই দিন আসছে ৷
পাশাপাশি রাজ্য সরকারকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি ৷ বলেন, যেখানে গণতন্ত্র নেই, ডাক্তারদের সুরক্ষা নেই, উকিলদের সুরক্ষা নেই, শিক্ষকদের রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন করতে হয়, উপাচার্যদের চাকরি বাঁচানোর জন্য শিক্ষামন্ত্রীর চামচাগিরি করতে হয়, সেখানে কী আশা করেন? আমি ভালো ভালো কথা বলব?
Be the first to comment