ফের পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

Spread the love
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিন পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। যানজটের জেরে সমাবেশস্থলে পৌঁছতে না পেরে বিজেপির কর্মী সমর্থকরা মারধর করেছিল পুলিশকর্মীদের। সেই স্মৃতি উস্কে দিয়েই ফের পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এ দিন মেদিনীপুরে প্রতিবাদ সভা করে বিজেপি।  সেখানেই দিলীপবাবু পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “বেশি বাড়াবাড়ি করবেন না। প্রধানমন্ত্রীর সভার দিন শুধুমাত্র একটা নমুনা দেখানো হয়েছে। যদি কেউ বেশি বাড়াবাড়ি করেন তাহলে ফল ভুগতে হবে।”
তাঁরা যে বদলের রাজনীতিতে বিশ্বাসী তাও স্পষ্ট করে দেন তিনি। বলেন,“দিদি বলেছিলেন বদলা নয় বদল চাই। আর আমরা বদল টদলে বিশ্বাসী নই। আমরা বদলা নেবো। পুলিশকে দিয়ে চমকে কোনও কাজ হবে না।”
২০১৯ এর লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হবে। এবং তাঁদের জয় নিশ্চিত বলেও এ দিন মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*