ভাইফোঁটার দিনে মহিলাদের সুরক্ষা প্রদানের অঙ্গীকার দিলীপ ঘোষের

Spread the love

অন্যান্য বছরের মত এবছরও বিজেপির দলীয় কার্যালয়গুলিতে ভাইফোঁটার আয়োজন করা হয়। কিন্তু হেস্টিংস বিজেপি দলীয় কার্যালয়ে এবারের ভাইফোঁটা বেশ অন্যরকম। সমাজে অত্যাচারিত মহিলারা মেতে ওঠেন ভাইফোঁটায়।

এদিন দিলীপ ঘোষ জানান তিনি ভাইফোঁটা উৎসবে সামিল হতে পেরে খুবই আনন্দিত। এবারের ভাইফোঁটা বিশেষ তাৎপর্যবাহী কারন এমন দুজন মহিলা তাঁকে ভাইফোঁটা দিয়েছেন যাঁরা রাজনৈতিক হিংসা এবং সামাজিক হিংসার শিকার। বনগাঁর বাসিন্দা সুমিতা অ্যাসিড হামলার শিকার। অ্যাসিড হামলার ফলে বদলে যায় তার মুখের আকৃতি। সেই হিংসার ক্ষত এখনও বয়ে নিয়ে চলেছে সে। আজ দিলীপ ঘোষকে ফোঁটা দিয়ে ভাইফোঁটা উদযাপন করে সুমিতা।

অপরদিকে তৃণমূলের রাজনৈতিক হিংসার শিকার হন দক্ষিণ ২৪পরগনার বিজেপি মহিলা মোর্চার সদস্যা রাধারানী নস্কর। তিনিও আজকের দিনে দিলীপ ঘোষকে ভাইফোঁটা দেন।
অনুষ্ঠানে শেষে দিলীপ বাবু জানান পবিত্র ভাইফোঁটার দিনে উৎসবে সামিল হতে পেরে তিনি আনন্দিত। কিন্তু পশ্চিমবঙ্গে মহিলাদের উপর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে হিংসা। অত্যাচারিত হচ্ছেন তাঁরা। অত্যাচারিত মহিলাদের পাশে বিজেপি থাকবে। মহিলাদের উপর অত্যাচার যাতে না হয় সেই লক্ষ্যেই থাকবে বিজেপি। ভাইফোঁটার দিনে বাংলার বোনদের সুরক্ষার অঙ্গীকার করলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*