আজ নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ‘দিদিমণি বলছেন, বিজেপি দল ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কেন ভাঙাতে যাব। নিজে থেকেই সকলে আসছেন। দিদি বলছেন, আমরা দল ভাঙছি। আর আপনি যেদিন সিপিএম-এর লোকদের জোর করে দলে সামিল করেছিলেন। কংগ্রেসের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে বেরিয়ে এসেছিলেন।’
তিনি বলেন, ‘বাড়ির সামেন পুলিশ বসিয়ে নেতাদের বিজেপি-তে যোগ দেওয়া আটকাচ্ছে তৃণমূল। রান্নাঘরে, বাথরুমে নেতাদের সঙ্গে পুলিশ যাচ্ছে। তাই শুভেন্দুদার সঙ্গে দল ছাড়তে চাইলেও অনেকেই পারেননি। তৃণমূলে কোনও গণতন্ত্র নেই।’ তিনি আরোও বলেন, ‘বাংলাদেশের সিমি, জামাত, আলকায়দা এখন বাংলায় ঘাঁটি গেড়েছে। এই বাংলা আমরা চাইনি। মেয়েরা বাড়ি ফএরা না পর্যন্ত চিন্তায় থাকি। এই দুশ্চিন্তা করার জন্য তো দিদিকে মুখ্যমন্ত্রী বানানো হয়নি?’
Be the first to comment