পরশু ঘোষণা হতে পারে বিজেপির প্রার্থীতালিকা, ইঙ্গিত দিলীপ ঘোষের

Spread the love

একুশের ভোটের দিন আর বেশি নেই। শেষবেলায় প্রার্থীতালিকা নিয়ে চূড়ান্ত ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এবারের ভোটে বিজেপির প্রার্থীতালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে কৌতূহলের সীমা নেই। BJP-র প্রার্থীতালিকায় এবার চমক থাকতে পারে বলে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। প্রার্থীতালিকায় দেখা যেতে পারে তারকা মুখও। জল্পনার এই আবহে কবে প্রার্থীতালিকা ঘোষণা করবে BJP? বুধবার কিছুটা ইঙ্গিত দিলেন স্বয়ং BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, ‘আজ নির্বাচন সমিতির বৈঠক ছিল। গত দু’দিন ধরে জেলাস্তর, কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। প্রথম ও দ্বিতীয় দফার ভোটে প্রতি আসনে ৪-৫টা বাছা হয়েছে। সংসদীয় কমিটি রয়েছে। সেখানে চূড়ান্ত করা হবে। সম্ভবত আজ রাতেই আমরা দিল্লি যাব। চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। পরশুর দিকে ঘোষণা হয়ে যাবে।’ জানা গিয়েছে, দিল্লিতে গিয়ে অমিত শাহ ও জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন রাজ‍্য বিজেপির ইলেকশন কমিটির সদস‍্যরা। আর শুক্রবার দিল্লিতে ৬০ জন প্রার্থীর নাম ঘোষণা হবে।

উল্লেখ্য, একুশের নির্বাচনে বাংলায় ‘আসল পরিবর্তন’ আসবে বলে সোচ্চার হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন অমিত শাহ-সহ পদ্মশিবির। এই প্রেক্ষিতে BJP-র প্রার্থীতালিকা নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

এদিকে, ভোটের মুখে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো হেভিওয়েট নেতারা। ডোমজুড় থেকেই লড়াই হবে বলে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজীব। অন্যদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেখানকার প্রাক্তন বিধায়ক শুভেন্দু। ফলে, শুভেন্দু-রাজীবদের মতো হেভিওয়েট রাজনৈতিক নেতাদের সামনে এনে একুশের ভোটযুদ্ধে BJP লড়তে পারে বলেই ধারণা পর্যবেক্ষক মহলের একাংশের। আবার, ভোটের মুখে একঝাঁক টলি তারকা পদ্ম পতাকা হাতে তুলেছেন। তাঁদের একটা অংশকেও BJP প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলে জল্পনা রাজ্য রাজনীতিতে।

অন্যদিকে, পেট্রল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি টাঙানো ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। দিলীপ ঘোষ এদিন বলেন, ‘পেট্রল পাম্প কোনও সরকারি জায়গা নয়। প্রধানমন্ত্রীর ছবি থাকতেই পারে। সেটা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে না।’ উল্লেখ্য, করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচির ডিজিটাল শংসাপত্রে এখনও ব্যবহৃত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার এই মর্মে একটি টুইট করেন তিনি। ভ্যাকসিনের ডিজিটাল শংসাপত্রের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর ছবি নির্লজ্জভাবে কোভিড-১৯ শংসাপত্রে ব্যবহার করা হচ্ছে।’ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানোর কথাও টুইটে উল্লেখ করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*