রাইটার্স নয়, নবান্নতেই বসবেন বিজেপির মুখ্যমন্ত্রীঃ দিলীপ ঘোষ

Spread the love

একুশের নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে নীলবাড়িতেই বসবেন পদ্মশিবিরের মুখ্যমন্ত্রী। ভোটের এক সপ্তাহের মুখে মোদীর মঞ্চে এমনটাই জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার খড়গপুরের সভায় দিলীপ বলেন, ‘নবান্ন দখলের লড়াই করছে বিজেপি। এই লড়াইয়ে ২০০ আসন নিয়ে আমরা জিতব। নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন। আমরা সোনার বাংলা গড়ব।’ পাশাপাশি, মমতাকে বিঁধে দিলীপ বলেছেন, ২ মে’র পর কালীঘাটে অবসর কাটাবেন মমতা।

যদিও, কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছিলেন, ‘২০২১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতার পটপরিবর্তনের পর নবান্ন থেকে আমরা প্রশাসনিক কার্যালয় রাইটার্স বিল্ডিং-এ নিয়ে আসব।’

এই প্রসঙ্গে শমীক বলেছিলেন, ‘রাইটার্স বিল্ডিংয়ের সঙ্গে শুধু সরকারী কর্মচারী নয়, সামগ্রিক ভাবে বাঙালির আবেগ জড়িয়ে আছে। সেই স্বাধীনতা আন্দোলনের সময়ই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে রাইটার্স বিল্ডিং।

পরবর্তীকালে বহু জননেতার পায়ের ধুলো পড়েছে এই বাড়িতে। রাজ্যের বহু উত্থান-পতনের সাক্ষী এই বাড়িটি। তাই ক্ষমতায় এসে আমরা রাইটার্স বিল্ডিং-এ ফিরে আসব।’ বিজেপির সঙ্গে বাংলার ঐতিহ্যের কোনও যোগ নেই বলে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল। তার মোকাবিলাতেই বিজেপি এদিন ঐতিহ্যমণ্ডিত রাইটার্স বিল্ডিংকে হাতিয়ার করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এদিন দিলীপ ফের নবান্নের কথা বলায় এ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*