সবে তো শুরু হয়েছে ৷ যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী বন্দুকটা এনেছে শুধু দেখাতে, তারা বুঝেছে ওই বন্দুকের গুলির গরম কেমন ৷ আর এটা সারা বাংলায় হবে ৷ যদি কেউ আইন হাতে নিতে আসে, তাকে যোগ্য জবাব দেওয়া হবে ৷ রবিবার বরাহনগরের একটি নির্বাচনী জনসভায় এমনই কথা তাঁকে বলতে শোনা গেল ৷
এদিন বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্রের প্রচারে বরাহনগরের প্রগতি সংঘের মাঠে জনসভা করেন দিলীপ ঘোষ ৷ বলেন, শীতলকুচির মৃত্যুর ঘটনায় মমতা দায়ী, মমতাকে নির্বাচনী প্রচার থেকে ব্যান্ড করা উচিত। না হলে এরকম ঘটনা আরও ঘটবে। সারা জীবন উনি রক্তের হোলি খেলেছেন, ডেড বডি নিয়ে রাজনীতি করেছেন।
Be the first to comment