উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি কখনও তোলেনি বিজেপি, আমরা রাজ্য ভাগের বিরুদ্ধেঃ দিলীপ ঘোষ

Spread the love

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি কখনো জানায়নি বিজেপি। আমাদের দল রাজ্য ভাগের বিরুদ্ধে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য ভাগের পরিকল্পনা করছে বলে অভিযোগ তুলে সোমবার নাবান্নে তীব্র আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন দিলীপবাবু বলেন, ‘ভারতীয় জনতা পার্টির কাছে এমন কোনও ইস্যু নেই। আমাদের দলের কেউ আনুষ্ঠানিকভাবে এমন কোনও দাবি করেননি। বিভিন্ন ইস্যু তুলে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল, তাদের এজেন্সিগুলি ও সংবাদমাধ্যমকে ব্যবহার করে একাজ করছে শাসকদল। বাংলাকে ভাগ করা বা আলাদা রাজ্য করার কোনও পরিকল্পনা নেই বিজেপির।’

সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন, ‘’মনে হচ্ছে যেন মহারাণী নিজেই যেন নিজের ঘরের অলঙ্কার বিলি করছেন। যেন দেশটাকে এমন মনে করছে বিজেপি। এত সহজ? উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের পার্থক্যটা কোথায়। পশ্চিমবঙ্গ ইস পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গও পশ্চিমবঙ্গের মধ্যে। উত্তরবঙ্গও পশ্চিমবঙ্গের মধ্যে। কোনওরকম ডিভাইড অ্য়ান্ড রুল করতে দেব না।রাজ্য সরকারের অনুমতি ছাড়া এসব হবে না। বিজেপি যদি মনে করে জলপাইগুড়িটাকে বিক্রি করে দেব, অত সস্তার নয়, বিজেপি যদি মনে করে আমি আলিপুরদুয়ার বিক্রি করে দেব, কোচবিহার বিক্রি করে দেব, দার্জিলিং বিক্রি করে দেব, অত সস্তার নয়। নিজেরা দিল্লি সামলাতে পারে না’। 

মমতার প্রশ্ন, ‘কেন্দ্রশাসিত অঞ্চল মানে কী? কাশ্মীরের মতো নজরবন্দি করে রাখা? মুখ বন্ধ করে রেখে দেওয়া? তাদের অধিকার কেড়ে নেওয়া? বাংলাটাকে টুকরো টুকরো করতে চেয়ে  কার স্বার্থ ওরা মেটাচ্ছে। এত বড় ধাক্কা খাওয়ার পরেও লজ্জা করে না। বাংলা ভাগের দিকে যারা তাকাবে বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। উত্তর ও দক্ষিণবঙ্গ দুটোই আমার প্রিয়। দুটোই কন্যা। কোথাও কোথাও দক্ষিণবঙ্গের থেকেও উত্তরের কাজ বেশি হয়েছে।সমস্তটা ঢেলে সাজানো হয়েছে। দিল্লিকা লাড্ডু খাবে, সমস্ত ভবিষ্যৎ বিক্রি করে দিয়ে। উত্তরবঙ্গকে পরাধীন হতে দেব না। বিজেপির এই দাবিকে ধিক্কার জানাই।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*