‘রাজ্যে ভ্যাকসিন নিয়ে কালোবাজারি চলছে। আমরা সিবিআই তদন্ত চাইছি। সিবিআই তদন্ত হলেই সব বেরিয়ে যাবে। কেন্দ্র সরকার ভ্যাকসিন পাঠাচ্ছে আর রাজ্যের নেতা-মন্ত্রীরা তা বিক্রি করে দিচ্ছেন। রাজ্যে ভ্যাকসিন নিয়ে অরাজকতা চলছে।’’ কসবায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের এভবেই তোপ দেগে সিবিআই তদন্তের দাবি জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷
এদিন জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি ৷ এদিন জলপাইগুড়িতে কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ সেখানেই কসবায় ভুয়ো টিকাকরণ ক্যাম্পের প্রসঙ্গ উঠলে সিবিআই তদন্তের দাবি শোনা যায় দিলীপবাবুর গলায় ৷ এর আগে তিনি ওই ভুয়ো ক্যাম্পে সাংসদ মিমি চক্রবর্তী-সহ তৃণমূল নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেন ৷
পাশাপাশি এদিন জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র খোলা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি ৷ দিলীপবাবু বলেন, ‘’উত্তরবঙ্গ বঞ্চিত, তাই এলাকার জনপ্রতিনিধিরা আলাদা রাজ্যের কথা বলছেন । তাঁরা তা বলতেই পারেন । কিন্তু বিজেপির কোনও অ্যাজেন্ডা নেই ৷ তিনবিঘা দিবস পালন করার জন্য এখানে এসেছি । তাড়াছা সামনে পুরসভা ভোট রয়েছে । নেতাদের সঙ্গে সব বিষয়ে পর্যালোচনা হবে । আমরা বিধানসভা নির্বাচনে সব পুরসভাতেই এগিয়ে আছি । আমাদের কার্যকর্তাদের শিক্ষণ শিবির রয়েছে চ্যারাবান্ধাতে ৷ সেখানেই সব বিষয়ে আলোচনা হবে ।’’
এ-প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদ আরও বলেন, “আমরা রাজ্যভাগের বিরুদ্ধে । দার্জিলিংয়ের সমস্যার সমাধান চাইছি কিন্তু রাজ্য সরকার চাইছে না । জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র খোলার জন্য উদ্যোগী হলেও রাজ্য সরকার সহযোগিতা করছে না ৷” শিলিগুড়ি থেকে এদিন জলপাইগুড়িতে আসেন দিলীপ ৷ এখানে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছেন তিনি ৷ জলপাইগুড়ির কর্মসূচি শেষ করে চ্যারাবান্ধার উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷
Be the first to comment