
রোজদিন ডেক্স: থামতে চাইছেন না দিলীপ ঘোষ! শুক্রবার তৃণমূলের মহিলা কর্মীদের ‘গলা টিপে দেব’ মন্তব্যের পর, শনিবার ফের হুমকি দেওয়ার অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে। এবার বাড়িতে ঢুকে মারধর, প্রয়োজনে রাস্তায় টেনে এনেও মারবেন বলে হুমকি দিলেন খড়গপুরের প্রাক্তন সাংসদ।
শনিবার খড়গপুর প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের তৃণমূলের নেতা-কর্মীদের একপ্রস্থ হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিলীপ ঘোষ। হুমকির সুরেই বললেন, “মেজাজ হারায়নি, যা বলেছি ঠিক বলেছি। আজ খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদপি যদি করতে আসে কেউ, সে যে পার্টির যত বড়ই নেতা হোক না-কেন, বাড়িতে থেকে টেনে এনে রাস্তায় পিটাব আমি। দিলীপ ঘোষ কারও বাপের খায় না, কারও জমিদারিতে পা দেয় না। রাজনীতি করতে হলে ভদ্র ভাবে করুক। আর ছেবলামি করলে, আমরাও জানি কাকে কীভাবে সিধে করতে হয়।”
উল্লেখ্য, শুক্রবার খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি সাংসদ থাকাকালীন সেই রাস্তা করার জন্য সংসদীয় তহবিল থেকে টাকা মঞ্জুর করিয়েছিলেন। সেই রাস্তার কাজ দীর্ঘদিন আটকে ছিল। অবশেষে তা শেষ হয়েছে। তারপরেই শুক্রবার রাস্তা উদ্বোধনে যান প্রাক্তন সাংসদ। সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের মহিলা সদস্যদের বিরুদ্ধে। এতদিন পর তিনি ওই এলাকায় কী করতে এসেছেন, সেই প্রশ্ন করা হয়। অভিযোগ, এরপরেই মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করেন বিজেপির প্রবীণ নেতা। গালিগালাজ করা থেকে, গলা টিপে মারার হুমকিও দেন তিনি। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় খড়গপুর বিক্ষোভ-মিছিল বের করে তৃণমূল।
অন্যদিকে, গতকালের ঘটনায় খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেও সুর চড়ান দিলীপ। নিজের স্বপক্ষে তাঁর বক্তব্য, “যে লোকটা কোনদিন চেয়ারম্যান থাকা অবস্থায় কিছু করেনি। এমএলএ থাকা অবস্থায় কিছু করেনি, এমনকি কাউন্সিলার থাকাকালীন কোনও কাজ করেনি, তিনি এসে বলছেন আমি রাস্তা বানিয়েছি। এদিকে বোর্ডে লেখা আছে মাননীয় সাংসদ দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে। দম থাকলে ড্রেনটা করে দেখান, আমি তো রাস্তা করে দিয়েছি।”
Be the first to comment