দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৬,চলছে ব্যাপক তল্লাশি

Spread the love

কোচবিহারের শীতলকুচিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হল। সূত্রের খবর বুধবার  রাত থেকেই ওই ঘটনায় জড়িত সন্দেহে ধরপাকড়  শুরু হয়েছে। এখনও পর্যন্ত তল্লাশি চলছে। এরই পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফে এই ঘটনার রিপোর্টও পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনে।

কমিশন সূত্রে খবর, কোচবিহার জেলার এসপি রিপোর্টে জানিয়েছেন, বুধবার শীচলকুচির পঞ্চায়েত সমিতির মাঠে অন্তত ১০০ থেকে ১৫০ জন জড়ো হয়েছিল। সেই ভিডিও ফুটেজও রয়েছে জেলা প্রশাসনের কাছে। পুলিশই জানিয়েছে  দিলীপ ঘোষ থাকাকালীনই ওই এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটে। ওই রিপোর্টে বলা হয়েছে, ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তাও ছিল। একই সঙ্গে কমিশনকে আশ্বস্ত করে বলা হয়েছে, যেহেতু উত্তরবঙ্গে বেশ কয়েকটি সভা রয়েছে দিলীপ ঘোষের, আজ থেকে তাঁর নিরাপত্তা আরও জোরদার হবে।

বুধবার শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা করে ফেরার পথে দিলীপ ঘোষের গাড়িতে হামলা হয়। রাজ্য বিজেপি সভাপতির মত,তৃণমূলের ঝাণ্ডা নিয়ে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। যদিও এই তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল। দিলীপ ঘোষ বুধবার সাংবাদিক বৈঠক করে বলেন, বহু গাড়িতে বোমও মারা হয়েছে। তা বলে আটকে থাকব না। আমি ইতিমধ্যেই অনলাইনে অভিযোগ করেছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*