দিলীপ ঘোষকে দেওয়া নোটিশের জবাবে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। এবার বিজেপির রাজ্য সভাপতিকে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। ১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যে ৭টা থেকে ১৭ এপ্রিল শনিবার ৭টা পর্যন্ত কোনও প্রচার চালাতে পারবেন না দিলীপ ঘোষ। ভবিষ্যতে মন্তব্য করার ক্ষেত্রে তাঁকে আরও সচেতন থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, রবিবার বরানগরে প্রচার সভায় দিলীপ ঘোষ বলেন, ‘শীতলকুচি কী দেখেছেন! এরপর বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ দিলীপ ঘোষের কথায়, ‘বাংলায় আর দুষ্টু ছেলে থাকবে না। যারা ভেবেছিল কেন্দ্রীয়বাহিনীর বন্দুকটা শুধু দেখানোর জন্যই, কাল তারা বুঝে গেছে ওর ভিতরে থাকা গুলির কী জোর! সকালে ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয় শুনবেন না। মাথায় রাখবেন কেউ বাড়বাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’
বিজেপির রাজ্য সভাপতির মুখে এই কথায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনৈতিক মহল। এবার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নোটিশ ধরানো হয় দিলীপ ঘোষকে। এই চিঠির জবাব দিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টা ‘ব্যান’ করা হয়েছে তাঁকে।
Be the first to comment