প্রধানমন্ত্রীকে আমন্ত্রণই জানানো হয়নি; বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

Spread the love

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হওয়া বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এই ঘটনায় রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী তিনমাস আগে প্রধানমন্ত্রীকে মৌখিকভাবে বললেও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। 
আজ সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রাতঃর্ভ্রমণে বেরোন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য শুভ কামনা করেন তিনি। অন্য বারের থেকে এ বারের সম্মেলনকে সফল করে তুলচে, খরচের পাশাপাশি রাজ্যে যাতে বাণিজ্য আসে, সেদিকে সরকারের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। 

আর সেখানেই আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী আমন্ত্রণ পাঠানো হয়নি বলে দাবি করেন দিলীপ। বলেন, “মুখ্যমন্ত্রী তিন মাস আগে গিয়ে প্রধানমন্ত্রীকে মৌখিক ভাবে বলে এলেও, অফিসিয়ালি কোনও ভাবে নিমন্ত্রণ করা হয়নি। তাই প্রধানমন্ত্রীর আসার কোনও কথাই ছিল না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*