আনিস খানের মৃত্যুর ঘটনায় ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্যে SIT গঠন করা হয়েছে রাজ্য পুলিসের তরফে। SIT তার কাজ শুরু করে দিয়েছে সোমবার রাত থেকেই।
এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলিপ ঘোষ বলেন, “মারা গেছে এখন সবার হয়ে গেছে। প্রশ্নও সেটা নয় কার। যে ইচ্ছা নিয়ে জাক। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন লাশ চুরি করতেন, এখন তার হাত থেকে লাশ চুরি হয়ে গেল।”
তিনি আরও বলনে,”প্রশ্নটা হচ্ছে একটা ছেলে মারা গিয়েছে সন্দেহজনক অবস্থায়। তার বাড়ির লোকের বক্তব্য আলাদা। পুলিশ খোলসা করছে না। আমরা চাই তদন্ত হোক। আনিস বহু লোকের সঙ্গে বহু সময়ে আন্দোলনে সামিল হয়েছে।”
Be the first to comment