বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা হয়। ওই হামলার ঘটনা এবং পশ্চিমবঙ্গের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশদে জানতে রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাকে আগামী ১৪ ডিসেম্বর দিল্লিতে বৈঠকের জন্য ডেকে পাঠানো হয়। কিন্তু শুক্রবার নবান্নের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি পাঠিয়ে মুখ্যসচিব ও ডিজি না যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়।
এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার গাড়িতে হামলা হয়েছে। তাঁকে সুরক্ষা দিতে পারছে না। বিজেপি নেতাদের গাড়ি তো বটেই ভাঙচুরের হাত থেকে সংবাদমাধ্যম ও পুলিশের গাড়িও বাদ যায়নি। সেদিনই স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি পাঠিয়েছিল পুলিশ প্রধানের কাছে, তার পরেও হামলা। তাই লজ্জায় যেতে পারছেন না।”
Be the first to comment