এবার প্রকাশ্যেই এনকাউন্টারের হুমকি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বিজেপির ডাকে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ জানিয়ে আইন অমান্যের আগে দলীয় কর্মীদের সামনে ভাষণ দিচ্ছিলেন তিনি।
মঙ্গলবার দিলীপ ঘোষ দলীয় কর্মীদের বলেন, এবার সোজাসুজি এনকাউন্টার হবে। গুণে গুণে গুলি যাবে, গুণে গুণে লাশ তোলা হবে। কেষ্ট বিষ্টু কেউ বাঁচবে না। অনেক বড় বড় গুন্ডা দেখেছি আমরা। আমাদেরও সহ্যের সীমা আছে।
এদিন তিনি আরও বলেন – মার খেয়ে চলে এসে বিজেপি করবেন না। মার খেয়ে এসে অফিসে ফোন করবেন না। বিজেপি করলে মেরে আসতে হবে। মেরে এসে বলবেন কটা মেরেছেন। আমরা মার খেয়ে রসগোল্লা খাওয়াবো না। মারের বদলে মার হবে।
পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে এদিন দিলীপ ঘোষ বলেন – তৃণমূল বলেছিলো প্রার্থী দিতে দেবে না। তিনদিন পর রাস্তায় ফেলে এমন পালিশ করতে শুরু করলাম, তখন ওরা বলতে শুরু করলো – আমাদের মারছে। কুকুরের মত রাস্তায় ফেলে তাড়া করে মেরেছি। যে, যে ভাষা বোঝে তাঁদের সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে।
মঙ্গলবার বিজেপির বিক্ষোভ কর্মসুচি প্রতিরোধ করতে কঠোর পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছিলো। ব্যারিকেড ভাঙতে এলে বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয।
উত্তেজক ভাষণ দেওযার অপরাধে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও জলপাইগুডি জেলা সভাপতি দেবাশীষ চক্রবর্তী সহ মোট ৮জন বিজেপি নেতার বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতির নির্দেশে কোতয়ালী থানার আইসি বিশ্বাশ্রয় সরকার একটি সুযোমুটো মামলা দায়ের করেছেন। এঁদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৪৩, ১৮৬, ১৮৮, ও ৫০৬ ধারায অভিযোগ দায়ের করা হয়েছে।
Be the first to comment