রাজ্যের মন্ত্রীর বিজেপি যোগের জল্পনা, নাড্ডার তলবে দিল্লিতে দিলীপ-মুকুল

Spread the love

অমিত শাহর রাজ্য সফরের পরই দিল্লি গেলেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তলব পেয়েই তাঁদের এই দিল্লি সফর। সেখানে ২০২১-এর আগে রাজ্যের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও ১০ তৃণমূল বিধায়কের যোগদান নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর।

আজ সকালে দিল্লির উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রবিবার রাতেই দিল্লি পৌঁছেছেন মুকুল রায় ও সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী।

বিজেপি সূত্রে খবর, রাজ্যের এক মন্ত্রী বিজেপিতে যোগ দিতে চাইছেন। দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত ধরেই তাঁর যোগদানের কথা। তিনি যে শর্ত দিয়েছেন তা নাকি মেনেও নিয়েছেন অমিত শাহ। আর সেই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দিল্লিতে রাজ্য বিজেপি নেতৃত্বেকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

আজ দিল্লি যাওয়ার সময় দিলীপবাবু বলেন, “আপনারা জানেন অমিত শাহ বাংলায় এসেছিলেন । তিনি আসাতে রাজনৈতিক মহলে বড় ধামাকা হয়ে গেছে । স্বাভাবিকভাবেই নতুন পরিস্থিতিতে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং রূপরেখা তৈরি করার জন্যই সাংগঠনিক বৈঠক ডেকেছেন । তৃণমূলের নিজেদের মধ্যে অনেক সমস্যা । সেই সব সমাধানের চেষ্টা করুক । আমরা বাংলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করব ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*