শ্যুটআউটের জেরে অশান্ত কামারহাটি। এই নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ‘বিজেপি উত্তর ২৪ পরগনা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। বিষয়টি তারা মেনে নিতে পারছে না। তাই দালাল তৈরি করছে। দু’ পয়সার ক্রিমিনালদের দিয়ে এসব কাজ করাচ্ছে। আজ থেকে আমি এলাকায় নাইট গার্ড হিসেবে থাকব। ডান্ডার দরকার নেই, পার্টির ঝান্ডা নিয়ে আমরা পাহারায় থাকব। আমি শুনেছি এলাকায় তোলাবাজি হচ্ছে, হুমকি দিচ্ছে। ভয় দেখিয়ে টাকা চাইছে। কেন টাকা দেবে মানুষ’? নেতার সংযোজন, কোনও গুন্ডাকে টাকা দেবেন না। কেউ টাকা চাইলে, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি মোকাবিলা করব। আমি মৃত্যুকে ভয় পাই না। গুজরাট এবং উত্তরপ্রদেশের জোড়া হামলার মধ্যে এই বিধানসভার মানুষ আমাদের ৩৬ হাজার ভোটে জিতিয়েছে। কেন আমার এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না? আমি পাহারায় থাকব’।
এ প্রসঙ্গে বিজপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মদন মিত্রের চ্যালারাই গন্ডগোল করেছে। ভাগবাটোয়ারা নিয়ে সব জায়গায় গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। গুলি-বোমার কিংবা পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে তৃণমূলের কালচার। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না’।
Be the first to comment