তৃণমূল নেত্রীর ধরণায় বসার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন কোনও কিছুরই পরোয়া করেন না। নিয়মকানুন মানেন না। তাই এভাবে এক সাংবিধানিক প্রতিষ্ঠানের সিদ্ধান্তের বিরুদ্ধে ধরণায় বসছেন।
বিজেপি রাজ্য সভাপতি আরও বলেছেন, তৃণমূল নেত্রী নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন। প্রসঙ্গত, শীতলকুচিতে চতুর্থ দফার ভোটের দিন পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরইমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কমিশনের নজিরবিহীন নিষেধাজ্ঞার পর প্রতিপক্ষ শিবিরগুলির মধ্যে বাকযুদ্ধ আরও তীক্ষ্ণ হয়েছে।
Be the first to comment