ভোটের গণনা শেষ হয়ে ফলপ্রকাশের কাজ সম্পূর্ণও হয়নি। তারই মধ্যে ব্যাপক রাজনৈতিক সন্ত্রাস শুরু করেছে রাজ্যের শাসকদল। গত ২৪ ঘণ্টায় রাজনৈতিক হিংসায় ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। সোমবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পরিসংখ্যান তুলে ধরে এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষের অভিযোগ, ”ফের পুরোপুরি ক্ষমতায় আসার আগেই রাজ্যে এত সন্ত্রাস শুরু করেছে। পুলিশ এখানে নীরব দর্শক। প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন করছি, এগুলো দেখুন, যথাযথ ব্যবস্থা নিন।” এই অভিযোগ নিয়ে বিজেপির প্রতিনিধিদল রাজভবনে গিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়। এদিন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব হলেও দলের রাজ্য সভাপতির সুর ছিল অনেক নরম। বললেন, ”সরকার গড়ে মানুষের উন্নয়ন করতে চেয়েছিলাম। পারিনি। তবে যোগ্য বিরোধী হয়ে সরকারকে সঠিকপথে চালনা করার ভূমিকা নেব।”
দিলীপ ঘোষের অভিযোগ, ক্ষমতায় আবার পুরোদমে বসার আগেই রাজ্যে সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। তথ্য-পরিসংখ্যান দিয়েই অভিযোগ তুললেন, গত ২৪ ঘণ্টায় তৃণমূলের হামলায় তাঁদের দলের ৫ জন কর্মী, সমর্থক খুন হয়েছেন অর্থাৎ ফের তৃণমূলের বিরুদ্ধে খুনের রাজনীতির অভিযোগের হাতিয়ারেই শান দিল বিজেপি। আর পাশাপাশিই দিলীপ ঘোষ আদর্শ বিরোধী হিসেবে নিজেদের দায়িত্ব পালনের কথা বলে বুঝিয়েও দিলেন, রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা তাঁদের অস্ত্র হয়ে উঠবে।
Be the first to comment