পুনর্গণনার দাবিতে পালটা হাইকোর্টো যাচ্ছে বিজেপিওঃ দিলীপ ঘোষ

পাল্টা দিলেন ফিরহাদ হাকিমও

Spread the love

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পুনর্গণনার দাবিতে আদালতে যেতেই পালটা একই দাবিতে আদালতে যাওয়ার কথা জানাল বিজেপি। শনিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, অল্প ব্যবধানে হেরেছে এমন আসনে পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলা করবে বিজেপি। এব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন বিজেপির আইনজীবীরা।

এদিন দিলীপ ঘোষ বলেন, অল্প ব্যবধানে হেরেছি এমন আসনগুলিতে পুনর্গণনার দাবিতে আমরা আদালতে আবেদন জানাবো। ইলেকশন পিটিশন করবো। এখনো সময় রয়েছেন। আমাদের আইনজীবীরা যাবতীয় দিক খতিয়ে দেখছেন। খুব তাড়াতাড়ি আবেদন জানানো হবে।

বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, রাজ্যে অন্তত ৫০টি আসনে খুব কম ব্যবধানে হেরেছে তারা। তাদের দাবি, বহু জায়গায় বেলা বাড়লে তৃণমূলের গুন্ডারা গণনাকেন্দ্রের দখল নেয়। বের করে দেওয়া হয় বিজেপির এজেন্টদের। সেই সব আসনগুলিতে ফের গণনার আবেদন জানানোর প্রস্তুতি চলছে।

পালটা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বিজেপি নেতারা ২০০ আসন জিতবেন বলেছিলেন। এবার পুনর্গণনা হলে হারের ব্যবধান আরও বেড়ে না যায়।’

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর নন্দীগ্রামের ঘটনাক্রমকে উদাহরণ করে বাকি আসনেও পুনর্গণনার দাবি জানাতে থাকেন বিজেপি কর্মীরা। পুনর্গণনার দাবি নিয়ে ভাবনা চিন্তা চলছে বলে দলীয় কর্মীদের শান্ত করা হলেও এতদিন এব্যাপারে তেমন কোনও পদক্ষেপ চোখে পড়েনি বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হতেই টনক নড়ল তাদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*