
রোজদিন ডেস্ক, কলকাতা:- এবার গোধূলি লগ্নে বিয়ের পিঁড়িতে বসলেন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার, ৪ বৈশাখের গোধূলি লগ্নে সাত পাকে বাঁধা পড়লেন দিলীপ। বিয়ের আসর একেবারেই ঘরোয়া। আর সেই আসরেই হলো চার হাত এক। বিবাহ আসর ঘিরে এবার দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে সঙ্গে উপহারও পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে এল দিলীপ ঘোষের জন্য শুভেচ্ছা বার্তা। নবদম্পতির জন্য দুটি পুষ্পস্তবকও পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তরফে এদিন নবান্ন থেকে পুলিশের এক প্রতিনিধি নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে আসেন। সেখানেই ফুল, মিষ্টি ও মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা পত্র দিলীপ ঘোষের হাতে তুলে দেন তিনি।
সময়মতো গোধূলি লগ্নেই বসে পড়লেন বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ। সাদা ধুতি পাঞ্জাবিতে ও লাল টুকটুকে বেনারসিতে দেখা গেল দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে। মালা বদলের পরে সমস্ত রীতি ও আচার অনুষ্ঠান মেনেই শুরু হয়েছে বিয়ে।
এদিকে, দিলীপ ঘোষের বাড়িতে সকাল থেকেই বিজেপি নেতাদের মেলা। তেমনই শুভেচ্ছা বার্তাতেও দিলীপ ঘোষকে ভরাতে শুরু করেছেন অনেকে।
দিলীপ ঘোষের বিয়ের অনুষ্ঠানে কী মেনু থাকবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই নেট দুনিয়ায়। মেনুতে কী কী থাকছে, আমিষ হবে না নিরামিষ তা নিয়ে অনেক জল্পনা। তবে সূত্রের খবর, কলকাতার এক ক্যাটারিং সার্ভিসকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিথিদের জন্য আজ বিয়ের মেনুতে থাকছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল,রুই মাছের কালিয়া, পাঁচমিশালী তরকারি, মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, রসগোল্লা।
আবার ভেজিটেরিয়ানদের কথা মাথায় রেখে থাকছে নানা ধরণের নিরামিষ পদও। তবে মাংস থাকবে কি না তা সঠিকভাবে জানা যায়নি। শোনা যাচ্ছে মায়ের ইচ্ছাতেই ৬০ পেরিয়ে বিয়ে করছেন দিলীপ ঘোষ।
Be the first to comment