খাস কলকাতায় ভুয়ো করোনা টিকাকরণ শিবির আবিষ্কার হওয়ায় শাসকদল তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে সাংসদ মিমি চক্রবর্তীরও সমালোচনা করেছেন তিনি। দিলীপ ঘোষের দাবি, রাজ্যে করোনা টিকার সিন্ডিকেট চলছে। আর তাতে জড়িত শাসকদলের নেতাকর্মীরা।
দিলীপবাবু বলেন, ‘টিকাও জাল হতে পারে! টাকা কামানোর জন্য পার্টির লোকেরাও এই ধরণের প্রতারণা চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছেন।’ তিনি বলেন, ‘রাজ্যে ভ্যাকসিন সিন্ডিকেট চলছে। তাতে যুক্ত শাসকদলের সমস্ত স্তরের নেতারা।’ পাশাপাশি কসবায় ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিয়ে সাংসদ মিমি চক্রবর্তীকেও বিঁধেছেন তিনি। বলেন, ‘শুনলাম একজন তৃণমূল সাংসদ টিকা নিয়েছেন। তাঁর সতর্ক থাকা উচিত ছিল। জেনে জড়িয়েছেন কি না জানি না। তবে তাঁর সতর্ক থাকা উচিত ছিল।’
প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতার কসবায় ১০৭ নম্বর ওয়ার্ডে ধরা পড়ে ভুয়ো টিকাকরণ ক্যাম্প। সেখানে টিকা নেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। টিকা নিলেও তাঁর কাছে ফোনে কোনও SMS আসেনি। এর পর পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দেবাঞ্জন দেব নামে এক যুবক নিজেকে কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে চালাচ্ছিলেন ক্যাম্পটি। সেখানে কলকাতা পুরসভার লোগো-ও ব্যবহার হচ্ছিল।
Be the first to comment