
রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রেম থেকে পরিণয়! কঠোর রাজনৈতিক জীবন থেকে মালা বদল। শুক্রবার সন্ধ্যায় পরিবার এবং ঘনিষ্ঠ কয়েক জনের উপস্থিতিতে দিলীপ ঘোষের নিউটাউনের আবাসনে গোধূলি লগ্নে চার হাত এক হল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও নববধূ রিঙ্কু মজুমদারের।
রীতি-আচার মেনে সাদা ধুতি-পাঞ্জাবি পরে ছাঁদনাতলায় এলেন দিলীপ। মাথায় শোলার মুকুট, কপালে ছোট টিপ, মাথায় লাল ওড়না পরা রিঙ্কুর একেবারেই সাবেক কনের সাজে সেজে লাল বেনারসি পড়ে দিলীপ ঘোষকে বিয়ে করতে গাড়িতে চেপে এলেন রিঙ্কু দেবী। দুপুর থেকে চলে কনের সাজে সেজে ওঠার পালা। ৬২ দোরগোড়ায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের শুভ পরিণয় নিয়ে হইচই নেট দুনিয়ায়। দাপুটে বিজেপি নেতা, ছাদনা তলায় বিয়ের পিঁড়িতে বসবেন তা কেউ ভাবতেই পারেন নি। ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে হাটতে গিয়ে মুখোমুখি কথা ধীরে ধীরে পাকা কথাতে পৌঁছে যায় ইডেন বক্সে খেলা দেখতে গিয়ে।
নিজে এই নতুন পরিণয় জীবনের কথা প্রকাশ্যে না বললেও ঘোষ ব্রাদার্সদের আনুকূল্যে গোপনো কথাটি রবে না গোপনে মত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার দুপুর থেকে। অবশেষে শুক্রবার দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান জীবনে অনেক দায়িত্ব পালন করেছেন এবার মায়ের দায়িত্ব পালন করতে তিনি ঘরে একজন লোকের প্রয়োজন বুঝতে পেরেছেন। তাই রিঙ্কু দেবীকে সহধর্মীনি করার সিদ্ধান্ত নিয়েছেন। রিঙ্কু দেবী বিজেপির দক্ষিণ কলকাতার মহিলা মোর্চার নেত্রী।
বিয়ে মানেই তো খাওয়া-দাওয়া! আর রাজনীতির ‘দাবাং’-এর বিয়েতে মেনুও একদম বাঙালি ঘরানার—ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পাঁচমিশালী তরকারি, রুই মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, বাঙালির ঐতিহ্য মিষ্টি দই, সঙ্গে থাকছে রসগোল্লা, শেষ পাতে আইসক্রিম এবং পান। অতিথি কম, তবে আদর যেন একচুলও কম নয়।
এই বিয়ে নিছক একজন নেতার ব্যক্তিগত পরিণয় নয়। রাজনৈতিক মতপার্থক্যের বাইরে সৌজন্য ও মানবিকতার বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুভেচ্ছা পাঠিয়েছেন ফুল ও বার্তার মাধ্যমে। আর তাতেই প্রমাণিত—মানুষ আগে, রাজনীতি পরে।
Be the first to comment