গান্ধিজির মহাত্মা গান্ধির ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্বচ্ছ ভারত অভিযানে কলকাতার রাস্তায় নামে বিজেপি ৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে সেন্ট্রাল অ্যাভিনিউতে স্বচ্ছ ভারত অভিযান করে বিজেপির দলের নেতা নেত্রীরা ৷ সেই স্বচ্ছ অভিযানকে কেন্দ্র করেই পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জীর কটাক্ষের মুখে পড়লেন দিলীপ ঘোষ ৷
সুব্রত মুখার্জী বলেন, আগে মনের ময়লা সাফ করুক কেন্দ্র । শুধু রাস্তার ময়লা সাফ করে স্বচ্ছতা অভিযান হয় না । গান্ধিজি এমন স্বচ্ছতার কথা বলেন নি ।
সুব্রতর এহেন মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ বলেন, বিরোধীরা বলতেই পারে । কিন্তু তাতে কিছু যায় আসে না । দেখতে হবে, বিরোধীদের অভিযোগ প্রমাণিত কিনা , মানুষ বিশ্বাস করছে কি না । মোদির ওপর মানুষের আস্থা অটুট রয়েছে । বিরোধীদের অভিযোগে কিছু হবে না ৷
দিলীপ ঘোষ আরও বলেন, বিজেপি একটা বড় দল, সারা দেশে ১৫০০ র বেশি সাংসদ এবং ৩৫০-র বেশি বিধায়ক রয়েছেন ৷ এছাড়াও একাধিক চেয়ারম্যান, বহু জনপ্রতিনিধি রয়েছেন । বিজেপি হল পার্টি উইথ ডিফারেন্স । আমরা সেভাবেই এগোতে চাই । এদের অনেকেই নানা দল থেকে এসেছে । কোথাও কোনও ত্রুটি বিচ্যুতি হতে পারে। কেউ অন্যায় কিছু করলে আইন অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে ।
Be the first to comment