সস্ত্রীক দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেরিয়েই দিলীপের মুখে শোনা গেলো সরকার পরির্বতনের কথা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– শুক্রবারই গাঁটছড়া বেঁধেছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে দলের দাপুটে নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর মঙ্গলবারই দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিলেন নবদম্পতি। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষের মা-ও। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে স্বামী স্ত্রী উভয়ের মুখেই শোনা গেল সরকার পরিবর্তনের বার্তা।
মঙ্গলবার দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তিনি তো বটেই,সঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদারের মুখেও শাসকদলের বিরুদ্ধে কথা শোনা গেল। এসএসসি ভবনের বাইরে রাতভর চাকরিহারাদের ধর্না নিয়ে এদিন দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “সরকারের সঙ্গে বৈঠকে সমাধান বের হবে না। কোর্টের কাছেই সমাধান রয়েছে। সব পক্ষকে কোর্টের কাছে আবেদন করতে বলব।”
চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপের বক্তব্য, “এখানে ৩ জন সিভিক পুলিশ আছে। তারা বলছেন যা বেতন পান, তাতে সংসারই চলে না। এই চাকরির কী মানে হয়? দেউচা পাচামিতে ১ ঝুড়ি কয়লাও বেরোল না। ১টা চাকরিও হল না। ওনার অভ্যাসই মিথ্যে কথা বলা। চাকরিহারাদের সঙ্গে বাংলার সকল মানুষ রয়েছে।”
স্ত্রী রিঙ্কু মজুমদারও একই প্রশ্নের উত্তরে বলেন, “সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ যেন হয়। রাজনৈতিকভাবে যাতে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি ও একইসঙ্গে রাজ্যে বিজেপির সরকারকে প্রতিষ্ঠা করতে পারি। সরকার যতক্ষণ না বদল হচ্ছে, ততক্ষণ উঁচু থেকে নিচু সকল শ্রেণির মানুষ ভুক্তভোগী হচ্ছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*