তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। কলেজ অধ্যক্ষ স্থানীয় কাউন্সিলর অরূপ চক্রবর্তী ও মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ উঠে এসেছে। পাল্টা অশান্তির অভিযোগ তুলেছেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তও। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা।
শুক্রবার ছিল কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়ার প্রথম দিন। অভিযোগ, ছাত্র ভর্তিকে কেন্দ্র করে বাপ্পাদিত্য দাশগুপ্তের অনুগামীরা কলেজে অশান্তি সৃষ্টির চেষ্টা করে। বাধা দিতে আসে স্থানীয় কাউন্সিলর মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা নাগাদ তিনি কলেজে ঢোকার চেষ্টা করেন। সেই সময়ে বাপ্পাদিত্য দাশগুপ্তের অনুগামীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থল থেকে বেরিয়ে যান মেয়র পারিষদ। বেরিয়ে যাওয়ার পরে কলেজে ছাত্র সংসদের জিএসের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় পুলিশের।
অন্যদিকে কলেজ অধ্যক্ষের ঘরের ভিতরে বাপ্পাদিত্যের অনুগামীরা বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চালায় পুলিশ। ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
Be the first to comment